ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে হাটহাজারী সমিতির অভিষেক ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সংযুক্ত আরব আমিরাতে হাটহাজারী সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজমানে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাহেদুল করিম চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য প্রদান করেন কাজী মোহাম্মদ ফিরোজ উদ্দীন।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু হাটহাজারী নয়, অন্যান্য অঞ্চলের প্রবাসীরাও অংশগ্রহণ করেন এই মিলনমেলায়।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী বলেন, হাটহাজারী সমিতি দীর্ঘদিন ধরে প্রবাসে হাটহাজারীবাসীর কল্যাণে কাজ করে আসছে। তিনি সবাইকে সংগঠনের অরাজনৈতিক নীতিতে আস্থাশীল থেকে এর অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, আরশাদ হোসেন হিরু, আলহাজ্ব আজম খান, কাজী মোহাম্মদ আলী, আমির হোসেন, নজরুল হাসান, আনসারুল হক আনসার সিআইপি, জাহাঙ্গীর আলম, তাজ উদ্দিন, জসিম উদ্দিন পলাশ, আব্দুল মান্নান, সানাউল্লাহ সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন, শাহাদাত হোসেন বাবু, হাজী সেলিম সিআইপি, এনামুল হক এনাম, এনামুল হক চৌধুরী, আহাসান বাবর, ফরিদ সিকদার, মাওলানা দিদারুল আলম দিদার ও মোহাম্মদ সেলিম।

বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে সংগঠনের সদস্য হয়ে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অনলাইন টিভি সি প্লাস-এর এডিটর ইন চিফ আলমগীর অপু ও এটিএন বাংলার সাংবাদিক আলি আসগর। বক্তব্য দেন সাবেক সভাপতি মোহাম্মদ এয়াকুব, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে মোহাম্মদ জমির উদ্দিন সভাপতি, খোরশেদ মোবারক সাধারণ সম্পাদক, রুবেল পারভেজ সুমন সাংগঠনিক সম্পাদক এবং শাহাদাত হোসেন শাহেদ অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। মোট ৯১ সদস্যের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।

দোয়া-মোনাজাত ও মেজবানি আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।