• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আমিরুল ইসলাম সামিদের ইন্তেকাল, যুক্তরাজ্যে জানাযা ও দাফন

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩

সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর দক্ষিণ সুলতান এলাকার নাগরিক, বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব মরহুম রাশিদ আলী সাহেবের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী নজরুল ইসলাম কামাল ও নুরুল ইসলাম বাবুল এর ছোট ভাই, আমিরুল ইসলাম সামিদ (৫৫) শনিবার (১৪ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় লন্ডনের একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাযা সোমবার (১৬ই জানুয়ারি) বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে ও দাফন ফরেস্ট গেইট মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

আমিরুল ইসলাম সামিদ এর মৃত্যুতে সাবেক কুচাই ইউনিয়ন বর্তমান ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডসহ দেশ ও প্রবাসে আত্বীয়সজ্বন সহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। দেশে অবস্থানরত মরহুমের বড় ভাই নুরুল ইসলাম বাবুল ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম কামাল পরিবারের পক্ষ থেকে সবার কাছে ছোট ভাই মরহুম আমিরুল ইসলাম সামিদ এর জন্য দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি

বার পড়া হয়েছে।