আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় এখন আমের মৌসুম মধুমাস জ্যৈষ্ঠ। মধুমাসের রসালো ফল আম বাজারে আসার অপেক্ষা মাত্র আর দুই দিনের মধ্যে বাজারে পাকা, আধাপাকা ও কাঁচা আমে বাজারের ফলের দোকান ঘর ও আড়ৎ ঘর গুলো টইটুম্বুর হয়ে থাকবে চোখে পড়ার মতো অবস্থা। ফলের রাজা আম তাই দেশের ঠাঁঠাঁ বরেন্দ্র হিসেবে খ্যাত নওগাঁর সাপাহারের উৎপাদিত আম কেনা-বেচার জন্য আড়ৎ ঘরগুলো মেরামতের কাজ চলছে।
সাপাহার উপজেলার চারিদিকে ঝুলছে বিভিন্ন জাতের আম গোপালভোগ, ফজলী, লেংড়া, লক্ষনা,খিরশাপাতি, ও আম্রপলি (রুপালী)। পথের পাশেই দৃষ্টি দিলেই থোকায় থোকায় সবুজ আম নজর কাড়বে সবার। এ অঞ্চলের আম বাহারি রসালো মিষ্টি ও সুস্বাদু। এখন গুটি জাতের আম বাজারে আসার অপেক্ষায় দিন গুনছে সরকারি নিয়ম অনুযায়ী ২২ মে থেকে আম সংগ্রহ করার কথা থাকায় এই আমগুলো কেনার জন্য বিভিন্ন এলাকা হতে বড় বড় ব্যবসায়ীরা সাপাহারে অবস্থান করতেছে কিছু দিনের মধ্যে আম কেনা-বেচার উৎসব চলবে কৃষকের মুখে ফুটবে হাঁসি। ধানের দাম বাজারে ভাল না থাকায় এ এলাকার কৃষকগণ ধান চাষ বাদ দিয়ে অধিক লাভের আশায় আম চাষে ঝুঁকে পড়েছে। গাছ ভরা আম নিয়েচাষিদের মনে উকি দিচ্ছে ভাল ফলনের আশা।
অতীতে দেশের সকলেই দেশের চাপাই নবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী হিসেবে মনে করত। বর্তমানে নওগাঁ জেলার সাপাহার, পোরশা উপজেলায় যে পরিমানে বিভিন্ন জাতের আম উৎপাদন হয়ে থাকে তা চাপাই নবাবগঞ্জ জেলার চেয়ে কোন অংশে কম নহে।
কয়েক বছর ধরে চাপাই নবাবগঞ্জের মানুষকে আমের মৌসুমে সাপাহার হতে আম কিনে নিয়ে যেতে দেখা গেছে। তারা সাপাহারের আম চাপাই নবাবগঞ্জে নিয়ে গিয়ে চাপাইয়ের আম বলে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছে বলেও জানা গেছে।