রাইজিংসিলেট- ‘আমের রাজ্য’ খ্যাত সাতক্ষীরা জেলার গাছ থেকে আম সংগ্রহের সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ ক্যালেন্ডার প্রকাশ হয়।
সোমবার (১৭ এপ্রিল) প্রকাশিত ক্যালেন্ডার সর্বস্তরের আমচাষী ও আম ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। রোববারের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি আম ক্যালেন্ডারের দিনপঞ্জিকা ঘোষণা করেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আমরুপালি গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করা হয়েছে। রোববারের সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালেই সব আম চাষি ও
ব্যবসায়ীদের কাছে আম ক্যালেন্ডার পৌঁছে দেয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার আমের প্রতি বিশ্ববাসীর যে আস্থা ও বিশ্বাস তা নিয়ে কাউকে কোনো ছিনিমিনি খেলতে দেয়া যাবে না।