raising sylhet
ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আম ক্যালেন্ডার প্রকাশ, দেওয়া হলো আমের সময়সূচি

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৭, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ‘আমের রাজ্য’ খ্যাত সাতক্ষীরা জেলার গাছ থেকে আম সংগ্রহের সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ ক্যালেন্ডার প্রকাশ হয়।

সোমবার (১৭ এপ্রিল) প্রকাশিত ক্যালেন্ডার সর্বস্তরের আমচাষী ও আম ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। রোববারের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি আম ক্যালেন্ডারের দিনপঞ্জিকা ঘোষণা করেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আমরুপালি গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করা হয়েছে। রোববারের সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালেই সব আম চাষি ও
ব্যবসায়ীদের কাছে আম ক্যালেন্ডার পৌঁছে দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার আমের প্রতি বিশ্ববাসীর যে আস্থা ও বিশ্বাস তা নিয়ে কাউকে কোনো ছিনিমিনি খেলতে দেয়া যাবে না।

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।