raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

আয়ারল্যান্ডের লক্ষ্য সিরিজে সমতা আনা

rising sylhet
rising sylhet
মার্চ ২৩, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ম্যাচ জেতায় সিরিজ খোয়ানোর সুযোগ নেই টাইগারদের। তবে আয়ারল্যান্ডের লক্ষ্য সিরিজে সমতা আনা। সেই লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে আয়ারল্যান্ড। কিন্তু পঞ্চম ওভারেই পথ হারিয়ে বসে সফরকারীরা। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ।
দলীয় ১২ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। হাসানের লেংথ ডেলিভারীতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন স্টেফেন দোহানি। মুশফিকুর রহিম সহজ ক্যাচ নিতে কোনো ভুল করেননি। তাই ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন দোহানি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান। অ্যান্ডি বালবির্নি ৬ ও পল স্টার্লিং ব্যাট করছেন ৭ রানে।

এদিকে এ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফুটবল খেলতে গিয়ে পাওয়া চোখের চোটে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ, এ ম্যাচে আছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি। দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো বদল আনেনি আয়ারল্যান্ড।

৭৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।