আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে, মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্মী আমির আলী (৪৪), মোগলাবাজারের রায়বান ভূপাল গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) ও সিলাম ইউনিয়নের উলালমহল গ্রামের মৃত মো.সোনা মিয়ার ছেলে মো. কবির আহমেদ (৪৩)।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ নিয়ে সিলেট মহানগর পুলিশ ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৫০ জনকে আটক করেছে।
৮৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।