ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আরও ১০০টা খু ন করব— এই সাহস কোথা থেকে পায় কাঞ্চন?

rising sylhet
rising sylhet
জুলাই ৬, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- আরও ১০০টা খু ন করব— এই সাহস কোথা থেকে পায় কাঞ্চন? গাইবান্ধায় খুনের আসামি কাঞ্চনের হুমকির ভিডিও ভাইরাল: নিরাপত্তাহীনতায় আইনজীবীর পরিবার। ‘১টা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’—এভাবে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেছে গাইবান্ধার আলোচিত রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চনকে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৪৭ সেকেন্ডের ভিডিওতে নিজেকে পূর্বপাড়ার কাঞ্চন বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘‘আমি একটা মার্ডার করেছি, দরকার হলে আরও ১০০টা করব।’’ ভিডিওটি ‘শাওন জামান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। তিনি নিজেকে হাইকোর্ট বিভাগের আইনজীবী বলে পরিচয় দিয়েছেন।

শাওন জামান ভিডিওটি শেয়ার করে অভিযোগ করেন, কাঞ্চনের হাতে তার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। তাদের গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় বাড়ির সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে, এবং বারবার পুলিশকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আইনজীবী শাওনের অভিযোগ, কাঞ্চন একজন মাদক ব্যবসায়ী এবং সে একাধিকবার তাদের বাসায় অস্ত্রসহ হামলা করেছে। সর্বশেষ গত বুধবার রাতে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে সেটিকে অভিযোগ হিসেবে রেকর্ড করা হয়েছে।

শাওন জামান প্রশ্ন তুলেছেন, ‘‘এটাই কি সেই নতুন বাংলাদেশ? যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর প্রকাশ্যে সন্ত্রাস চালায় আর প্রশাসন চুপ থাকে?’’ তিনি দেশবাসীর কাছে নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পুলিশ সূত্রে জানা যায়, কাঞ্চন গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের প্রধান আসামি। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং কাঞ্চন জামিনে রয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ‘‘গত বুধবার রাতে সীমানাপ্রাচীর ভাঙা ও হত্যার হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’’

এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন, জামিনে মুক্ত এক হত্যা মামলার আসামি কীভাবে প্রকাশ্যে এমন হুমকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাকে গ্রেপ্তার করতে পারছে না?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।