raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আরশের সঙ্গে এখন ঝগড়া ঝাটি চললেও সামনে একসঙ্গে কাজ করেছেন তারা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৭, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

রাইজিং বিনদোন :: তানিয়া বৃষ্টি জানান, আরশের সঙ্গে এখন ঝগড়া ঝাটি চললেও সামনে একসঙ্গে কাজ করবেন তারা।

সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা।

অনেকদিনের গুঞ্জন শোনা গিয়েছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের দুজনের কথা শুনলেই বুঝা যায়।

আরশকে ঘড়ি দুটি কে দিয়েছিলেন এ নিয়ে জল্পনা-কল্পনা কম ছিল না। অবশেষে তানিয়া বৃষ্টি স্বীকার করলেন তিনিই ঘড়ি দুটি দিয়েছিলেন। তিনি বলেন, আমি আরশকে অনেকগুলো ঘড়ি দিয়েছি। যার মধ্যে থেকে দুটি ঘড়ি ও সবসময় হাতে দেয়। আপনারা ওর নাটকেও দেখবেন ঘড়ি দুটি হাতে থাকে। আমরা আসলে খুব ভালো বন্ধু। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। সেটাই হয়েছে। এর চেয়ে বেশি কিছু না।

Advertisements

এদিকে, আমার প্রিয়া ছিল প্রতারক,তার দেওয়া সকল ওয়াদা,মরে গেছে। রয়ে গেছে তার দেওয়া দুটি ঘড়ি, দুটি হাত, দুটি ঘড়ি তাই দুই হাতেই পরি উল্লেখ করে এক সাক্ষাৎকারে দুই হাতে ঘড়ি পরার কারণ জানিয়েছিলেন অভিনেতা আরশ খান।

অন্যদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে আরটিভির সঙ্গে তানিয়ার কথা হলে আরশ খানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে। এক সাক্ষাৎকারে আমাকে বলা হয়েছিল আরশের সঙ্গে কী অবস্থা। তখন বলি আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরি ফিরি ভাই ব্রাদারের মতো। ‘ভাই-ব্রাদারটা’ সে কোট করেছে। কেন ভাই ব্রাদার বললাম এ কারণে হয়তো ওর মেজাজ খারাপ। অভিমান বলতে পারেন।

তবে তানিয়া বৃষ্টি জানান, আরশের সঙ্গে এখন ঝগড়া ঝাটি চললেও সামনে একসঙ্গে কাজ করবেন তারা।

এরপর আরশের উদ্দেশ্যে তানিয়া বলেন, আমি আরশকে বলতে চাই তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমাই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুমি আমার কাছে ওই রকম ভাই ব্রাদার যে তুমি আমার এভ্রিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ কবিতা লিখা বন্ধ করোা ও আমাকে নিয়ে কথা বলাও বন্ধ করো।

২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।