raising sylhet
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আরিফ হ ত্যা মামলায় কাউন্সিলর নিপু’র আ ত্ম স ম র্প ণ

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেট নগরীর টিবি গেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু আত্মসমর্পণ করেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে তিনি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলায় এর আগে ৮ আসামীকে গ্রেফতার করে পুলিশ। কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু সহ বর্তমানে ৯ জন আসামী গ্রেফতার রয়েছে।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর বালুচরস্থ টিভি গেইট এলাকায় পুর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওই এলাকার ফটিক মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

পরে এই ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

১৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।