ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইন সুপারস্টারের যুক্তরাষ্ট্র গমনে যেন সব পাল্টে গেল

rising sylhet
rising sylhet
জুলাই ২৬, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

টানা ১১ ম্যাচ জয়হীন ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন সুপারস্টারের যুক্তরাষ্ট্র গমনে যেন সব পাল্টে গেল। লিওনেল মেসি ক্লাবে যোগ দেয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে মিয়ামির সবশেষ জয়টি ছিল ৬ ম্যাচ আগে। ক্রুজ আজুলের বিপক্ষে লীগস কাপের ম্যাচে শেষ মুহূর্তের গোলে মিয়ামিকে জেতান আর্জেন্টাইন সুপারস্টার। এবার মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারালো ইন্টার মিয়ামি।

লীগস কাপে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে ইন্টার মিয়ামি।
লীগস কাপের ম্যাচে ৮ম মিনিটেই ইন্টার মিয়ামিকে এগিয়ে নেন লিওনেল মেসি। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে স্কোরলাইন ৩-০ করেন মিয়ামির ফিনিশ ফরোয়ার্ড রবার্ট টেইলর। ৫৩তম মিনিটে মেসির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন টেইলর। জোড়া গোল এবং এক অ্যাসিস্টে ম্যাচসেরা হন লিওনেল মেসি। ৭৮ মিনিট খেলে গোলবারের উদ্দেশে ৪টি শট নেন মিয়ামি অধিনায়ক।

১০২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।