ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না-কামাল আহমেদ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২১, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন,সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না ।

সাংবাদিকদের নিরাপত্তার ঝুঁকি, বিভিন্ন সময়ে মামলার স্বীকার ও হয়রানির স্বীকার হওয়া থেকে সুরক্ষা প্রদানের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষকে অবশ্যই দেখভাল করতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কামাল আহমেদ বলেন,   ডিএপরি নিয়ে দুর্নীতি, লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম, সাংবাদিকদের এ্যকাউন্টে অস্বাভাবিক লেনদেনের বিষয়েও তদন্ত করতে হবে। গত ১৫ বছরে সংবাদ মাধ্যমে যে সংখ্যার বিস্ফোরণ ঘটেছে সেটা অবিশ্বাস। এ অনিয়মতে দূর করতে হবে। এ অনিয়মের হাতিয়ার সরকারের হাতে আছে। আমি আশা করি সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় রাজশাহী বিভাগের ৮ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাজশাহী ও আঞ্চলিক তথ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে আগত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ শোনেন এবং তা লিপিবদ্ধ করেন।

৪২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।