বানিয়াচংয়ে আলোচিত ‘নাইন মার্ডার’ মামলার আসামি আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল আওয়াল বিরাট গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র ও প্রদীপ কুমার সমীপুর গ্রামের দিনেশ চন্দ্র দাসের পুত্র।
বুধবার উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদেন আজমিরীগঞ্জ থানার (ওসি) এ বি এম মাইদুল হাসান। তিনি বলেন- তারা বানিয়াচংয়ের ৯ মার্ডার মামলার আসামি। তাদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
৭১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।