ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত ভুমিদস্যু নাসির র‌্যাব’র হাতে আ ট ক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের আলোচিত ভুমিদস্যু আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে গত রবিবার সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল।

আটক নাসির উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলা নং-৪৪৯/২৪ ইং এর এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন নগরীর খাসদবির এলাকার বাসিন্ধা ইমন আহমদ।

স্থানীয় এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বিগত সরকারে শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় এলাকার আদিবাসী “পাত্র”সম্প্রদায়ের অনেকের বসতবাড়ি জবর দখল করে নেয়।এক সময়ের দিনমজুর নাসির উদ্দিন ট্রাকের হেলপার হিসাবে কাজ করতেন। পরে ড্রাইভারী শিখে ট্রাক ড্রাইভারী শুরু করে সীমান্তের চোরাচালান ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। তিনি দিনে পাথর ব্যবসা করলেও রাতে করতেন চোরাচালানের ব্যবসা। এ সুবাধে তিনি অল্পদিনে কয়েক কোটি টাকার মালিক বনে যান। টাকার জোরে তিনি স্থানীয় ধোপাগুল এলাকার হালার মালিক সমিতির সভাপতি হন। এরপর তিনি সরাসরি জড়িত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমানের হয়ে কাজ করতেন।

নাসির উদ্দিন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক। উপজেলার খাদিম নগর ইউনিয়নের বিমানবন্দর থানাধীন ধুপাগুল গ্রামে মৃত নুনু মিয়ার ছেলে। গেলো বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নগরীর বন্দরবাজার এলাকায় সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর স্বহস্র হামলা চালান। এসময় অনেক নিরীহ মানুষ হতাহতের ঘটনা ঘটে।

আটককৃত নাসির উদ্দিনকে রবিবার রাতে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন–https://risingsylhet.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/

৯৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।