রাইজিং সিলেট : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয়তাবাদী সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। আমি সকলের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।আমি মনে করি, বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে।
তিনি আরও বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ ।সিলেট সহ সকল উপজেলার ধনী-গরিব নির্বিশেষে, সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে, এটাই আমার প্রত্যাশা। কোনো বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
৯১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।