raising sylhet
ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আহত সাত বাংলাদেশিকে চিকিৎসা দেবে তুরস্ক

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

আহত সাত বাংলাদেশিকে চিকিৎসা দেবে তুরস্ক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এ সিদ্ধান্ত নেয়।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পরে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

Advertisements

এরপ্রেক্ষিতে তুরস্কের একটি প্রতিনিধিদল ১৩-১৫ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সময় নির্বাচন ব্যবস্থা, আর্থিকখাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্র্বতী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২৭ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের টেলিফোন সংলাপকালে তিনি অন্তর্র্বতী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

৪৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।