ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টায় আ ট ক করতে পারেনি পুলিশ

rising sylhet
rising sylhet
এপ্রিল ২, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে পুলিশের হতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টায় জড়িতদের কাউকে শনাক্ত কিংবা আটকও করতে পারেনি পুলিশ।

 

ঘটনার পরপরই পুলিশি অভিযান জোরদার করা হলেও জড়িত কাউকে এখনও গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করা করেছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার বিকালে থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক মামলার অভিযুক্ত পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত আকছার আলীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে তার স্বজনদের বিরদ্ধে।

 

 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিপুর গ্রামে স্থানীয় একটি হাওড়ে এক কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকছার আলীকে গণদোলাই দিয়ে পুলিশে খবর দেয়। গ্রেপ্তারের খবর পেয়ে তার স্বজনরা পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার পর-পর পুলিশের গাড়ীতে হামলা ও আসামী ছিনতাইয়ের ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বুধবার এই রির্পোট লেখা সন্ধ্যা ৭টার দিকেও ছিনতাই হওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।