ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেটসহ দেশ বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত মহানগর বিএনপি’র সদস্য বদরুজ্জামান সেলিম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বদরুজ্জামান সেলিম বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেরে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি।
বিএনপি নেতা আরও বলেন,অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।
বদরুজ্জামান সেলিম সিলেটের রাজননৈতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও কবি নজরুল একাডেমির সভাপতিসহ সমাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কমিটিতে দায়িত্বপালন করেছেন।