raising sylhet
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন যুবদল নেতা এক দিনের রিমান্ডে

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আহাদের দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষি মন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে শ্রীমঙ্গলা থানায় নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশ কারাগার থেকে একদিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।

এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রীকে হাজির করা করা হলে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মিছবাহুর রহমান একদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪, তারিখ ২৪ /১০ ২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩০৭/ ৪২৭/ ১১৪/৫০৬(২) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪।

জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে পরে আদালত থেকে পূনরায় কারাগারে পাঠানো হবে।

Advertisements

গত ২৪ নভেম্বর সাবেক কৃষি মন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম বলেন, ‘মৌলভীবাজার কারাগার থেকে শ্রীমঙ্গল থানায় রিমান্ডে আনা হয়েছে। যুবদল নেতার একটি মামলায় এক দিনের রিমান্ডে আনা হয়।’
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে।

৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।