ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইউরো জিততে চান রাইস

rising sylhet
rising sylhet
জুলাই ১২, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। ২০২০ সালের ফাইনালে তারা হেরে গিয়েছিল ইতালির কাছে।

এখন আবারও নিজেদের শিরোপা খুঁজে পাওয়ার খুব কাছে তারা। রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড।

এবার সাউথগেটকে একটি শিরোপাও এনে দিতে চান বলে জানিয়েছেন ডেকলান রাইস। তিনি বলেন, ‘আশা করি, এবার আমরা এটা করতে পারবো (ট্রফি জেতা)। ‍শুধু একে-অন্যের জন্য নয়, কোচের জন্যও। আমার মনে হয় সে এমন কিছু প্রাপ্য।

রাইস বলেন, ‘ইতালিকে ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখা আমাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে। আমরা এখন আরেকটা সুযোগ পেয়েছি যেখানে নিজেদের ইতিহাস লিখতে পারি। কিন্তু আমরা আরেকটি ভালো দলের মুখোমুখি হবো, যাদের অনেক সম্মান করতে হবে।

দলটির কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে তৃতীয়বারের মতো অন্তত সেমিফাইনাল খেলেছে তারা। বার্লিনে স্পেনের বিপক্ষে ফাইনাল হবে দেশের বাইরে তাদের জন্য প্রথম। যদিও সমালোচনা বেশ আছে সাউথগেটকে নিয়ে, তবুও সাফল্যের বিচারে তিনি এগিয়ে বেশ ভালোভাবে।

আগেরবার ফাইনালে ১২০ মিনিটের খেলায় ইতালির বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরে তারা টাইব্রেকারে হারে ৩-২ গোলে। তিন বছর আগে ওই হারের সঙ্গী ছিলেন রাইস। সেটি তাকে সারাজীবনই পোড়াবে বলে জানিয়েছেন তিনি।

১৩২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।