ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইছরাব আলী হাই স্কুল ও কলেজে প্রবাসি সংবর্ধনা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন নিউ হোপ এর চেয়ারপার্সন ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফয়েজ উদ্দিন এমবিই বলেছে, আজকের শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ পরিচালনা করবে, তাই নতুন প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে শিক্ষকদের বিশাল ভূমিকা রয়েছে। ইছরাব আলী হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দেশ বিদেশে সকল পর্যায়ে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। এই বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী হিসেবে নিজেকে সৌভাগ্যবান হিসেবে মনে করি৷ যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে আমার  কাজ করার সৌভাগ্য হয়েছে, আমার সেই অভিজ্ঞতা দেশের কল্যাণে লাগাতে চাই। এই বিদ্যালয়ের শিক্ষার মানোউন্নয়ন ও অবকাঠামো উন্নয়নসহ সকল কাজে আমাদের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকবে৷ তিনি মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টার সময় ইছরাব আলী হাই স্কুল ও কলেজে প্রবাসিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শরিফ উদ্দিন এর সভাপতিত্বে ও প্রভাষক ফারহানা হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক, বিশিষ্ট মুরব্বি, সমাজসেবী ও বিটিসিএল এর সাবেক পরিচালক আব্দুস সামাদ, প্রবাসি জাহেদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমেদুর রব, বিশিষ্ট সমাজসেবী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ দারা, লিটন আহমদ, মুহিবুর রহমান, মাহমুদ হোসেন শাহিন, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাফেল রাফদান, ইছরাব আলী হাই স্কুল ও কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, কুচাই মজিজিয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদেক আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হাছিব, শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউজিয়া জান্নাত ফারিহা, আনিকা জাহান জুঁই। অনুষ্টানের শুরুতে পবিত্র  কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র ছায়েফ আহমদ। উপস্থিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান একদল শিক্ষার্থী।

৮১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।