ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শুরু হওয়ার পর ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।পরে ইভিএম সচল হয়।
সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহন শুরু হয়। ভোট কেন্দ্রে নারী পুরুষ উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করছেন।
উপজেলার মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে মোট ভোট ১৮৬০টি। ওখানে ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।পরে ইভিএম সচল হয়।
সকাল সাড়ে ১০টায় মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, মোট ভোটগ্রহন হয়েছে শতাধিক।
কেন্দ্রের প্রিজাইটিং অফিসার তানভির আহমেদ জানান, এখানে মোট ভোট ১৮৬০টি। সকাল পৌঁণে ১১টা পর্যন্ত ওখানে ২০ শতাংশ ভোটগ্রহন হয়েছে।
তানভির আহমেদ জানান, কেন্দ্রে ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।পরে ইভিএম সচল হয়। এতে কিছু সময় ভোটগ্রহন বন্ধ থাকে।