সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে (১৬ মার্চ) বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোগ্রহণ চলবে।
উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের দীর্ঘ লাইন। ইভিএম জটিলতায় ১ বুথের ভোট গ্রহন বন্ধ রয়েছে
সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।
এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।