রাইজিংসিলেট- ইমরানের প্রশ্ন, এমন কী হলো যে আমরা ১০ উইকেটে হারলাম? বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকলেও মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তার ভেরিফায়েড এক্স একাউন্ট থেকে পোস্ট করা হয়। যেখানে দুটি ভাগ। প্রথম অংশে রাজনৈতিক হলেও দ্বিতীয় অংশ ছিল ক্রিকেট নিয়ে। যেখানে তিনি পিসিবি প্রধানেরও সমালোচনা করেন।
কারাগার থেকে এর আগেও পাকিস্তানের ছেলেদের জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। দোষারোপ করেন দেশের ক্রিকেট প্রশাসকদের প্রতি। তিনি লিখেন, ক্রিকেটই একমাত্র খেলা, যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে। কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।
তিনি আরও লিখেন, আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি। আর গতকাল (পরশু) বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা আমাদের জন্য নতুন তলানি। আড়াই বছর আগেও এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এসব অধঃপতনের দোষ একটি প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।
শুধু যে ইমরান খানই পাকিস্তানের সমালোচনা করেছেন এমনটি নয়। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন পাকিস্তান ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, পাকিস্তানে ক্রিকেটের কী হলো? আমি যখন পিএসএলে খেলেছি, ওই লিগের মান দুর্দান্ত ছিল। খেলোয়াড়দের কর্মনীতি দারুণ ছিল, উঠতি তরুণেরা ছিল জাদুময়ী। সেখানে হচ্ছেটা কী?