আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে আগামী ১৮ই এপ্রিল (শুক্রবার) এর মধ্যে অভিজ্ঞতার সনদসহ সরাসরি নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ফোনে জানানো হবে।
বাহুবল গ্রীনল্যান্ড জামে মসজিদ, ৩৪ নম্বর ওয়ার্ডে একজন অভিজ্ঞতা সম্পন্ন ইমাম নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: হাফেজ ও মুফতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষায় গভীর জ্ঞান থাকতে হবে।
কুরআন-হাদিসের আলোকে যুগোপযোগী ওয়াজ করার সক্ষমতা থাকতে হবে। ইমামতি, জুমার খুতবা প্রদান, মুসল্লিদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ইসলামিক শিক্ষায় অবদান রাখার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সুবক্তা ও সুমধুর কণ্ঠের অধিকারী হতে হবে। উত্তম চরিত্র, নৈতিকতা এবং সমাজে সুপরিচিত ও গ্রহণযোগ্য হতে হবে। প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে। বয়স অন্তত ৩৫ বছর হতে হবে।
সুবিধাসমূহ: সম্মানী : সর্বনিম্ন ১৫,০০০/- টাকা সুসজ্জিত আবাসন এবং খাওয়া-দাওয়ার সুব্যবস্থা রয়েছে।
যোগাযোগের ঠিকানা: মাওলানা জাকির আহমেদ,ফোন: ০১৩১৫৯৩৯২৯৩,হাফিজ আজিম উদ্দিন,ফোন:০১৭৮৩৪০৫২১২ মুয়াজ্জিন, বাহুবল গ্রীনল্যান্ড জামে মসজিদ ।
অনুরোধক্রমে মসজিদ পরিচালনা কমিটি।