ইয়াবা বহনের সময় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মহানগরের জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অভিযানকালে আব্দুল হকের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং আব্দুল জব্বারের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার বিরাট গুচ্ছগ্রামের আব্দুল হাসিমের ছেলে আব্দুল হক সমছু ও সিলেটের গোয়াইনঘাট থানার ধর্মগ্রামের মামুন আলীর ছেলে আব্দুল জব্বার। এরমধ্যে আব্দুল হক বর্তমানে কীন ব্রীজ এলাকায় এবং আব্দুল জব্বার আম্বরখানা এলাকায় বসবাস করে আসছেন।
১০৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।