ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে হু ম কি দিয়েছিলেন ট্রাম্প,যে কোনো কিছু ঘটতে পারে

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলি বাহিনী সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত ৫০০ হামলা চালিয়েছে । আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইউক্রেন রাশিয়াতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এটা যুদ্ধের তীব্রতা আরও বাড়াবে, এর আগেও ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সরকার জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রেখেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যেতে পারে কিনা। এর জবাবে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, যে কোনো কিছু ঘটতে পারে। এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি।

ট্রাম্পের প্রথম আমলে ২০২০ সালে আইআরজিসির শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে বিমান হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র।

৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।