
রাইজিংসিলেট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান হয়তো তাদের পারমাণবিক কর্মসূচি গোপনে আবার শুরু করেছে। তার মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করায় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গভাবে অনুমতি না দেওয়ায় এ ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সময় ৪ জুলাই, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন,
“আমরা ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেকটাই পেছনে ঠেলে দিয়েছি। কিন্তু তারা হয়তো নতুন কোনো গোপন স্থানে কর্মসূচি শুরু করেছে।”
ট্রাম্প আরও বলেন,
“তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (IAEA) এখনো সব কেন্দ্র পরিদর্শনের সুযোগ দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও পুরোপুরি বন্ধ করেনি।”
এছাড়াও, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করে তিনি বলেন,
“হামাস আমাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, আগামী সপ্তাহেই কোনো সমাধান হতে পারে।”
সাম্প্রতিক প্রেক্ষাপট:
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে মার্কিন সেনাবাহিনী ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ বেশ কিছু স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।
অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) বলছে, ইরান এখনও তাদের সব কার্যক্রমের তথ্য দিচ্ছে না। কিছু কেন্দ্রের হালচাল এখনো অজানা।
ইরানের প্রতিক্রিয়া: ইরান এখনো ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে আগের এক বক্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেন,
“আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কেউ যদি আমাদের বিজ্ঞানীদের টার্গেট করে, তাহলে আত্মরক্ষা করাও আমাদের অধিকার।”
তেহরান বারবার দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি স্বচ্ছ এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। তারা পশ্চিমাদের হামলাকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ বলে মনে করে।