রাইজিংসিলেট- ইলিয়াস আলী ফিরে আসবেন—সাংবাদিকদের শক্তির ওপর ভরসা এম এ মালিকের। ইলিয়াস আলী ফিরবেন—এম এ মালিকের প্রত্যাশা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক আশা প্রকাশ করেছেন, গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী এবং চৌধুরী আলমসহ সকল নিখোঁজ ব্যক্তি একদিন ফিরে আসবেন।
শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।
সভায় তিনি বলেন, “আমরা চাই ভবিষ্যতে যেন আর ‘আয়নাঘর’ নামক কোনো অপশাসন ফিরে না আসে। যারা এই ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
তিনি বলেন, সাংবাদিকরা সত্যের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখতে পারেন। গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতেও গণমাধ্যমের শক্তি কাজে আসতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
“আমি বিশ্বাস করি, আপনাদের কলম ও ক্যামেরার শক্তিতে গুম হওয়া মানুষগুলোর ফিরে আসাও সম্ভব,” — বলেন এম এ মালিক।
নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা- সভায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এম এ মালিক জানান,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে তরুণ প্রজন্ম, যারা গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সেই অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।”
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের প্রশংসা- সাংবাদিকদের জাতির অমূল্য সম্পদ উল্লেখ করে এম এ মালিক বলেন,
“অনেক রাজনীতিবিদ গণমাধ্যমের সহায়তায় পরিচিতি পেয়েছেন। আবার দুর্নীতিবাজদের মুখোশও উন্মোচিত হয়েছে সাংবাদিকদের কারণেই। সত্যিকার ভালো মানুষদের পাশে থাকলে আপনারাই পারেন তাদের উচ্চতায় পৌঁছে দিতে।”
এ সময় তিনি জানান, যদি সাংবাদিকরা কখনও তার সহযোগিতা চান, তবে তিনি কৃতজ্ঞচিত্তে তা দেবেন।
“আমি এক লাখ মানুষের সামনে কথা বলতে পারি, কিন্তু একটি সংবাদপত্রের মাধ্যমে সেই কথা পৌঁছে যায় কোটি মানুষের কাছে।”