ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি মন্ত্রীর হু'”ম”কি`র পর পশ্চিম তীর নিয়ে সৌদি আরবের কঠোর নিন্দা

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে ইসরায়েলের এক মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন মন্তব্যকে উসকানিমূলক এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

সৌদি আরব স্পষ্টভাবে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন বা সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার তারা বিরোধিতা করে। একইসঙ্গে তারা ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করে।

এই প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বক্তব্যের পর, যেখানে তিনি বলেন—“পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে।”

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল, যেখানে পরবর্তীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বহু ইহুদি বসতি স্থাপন করা হয়।

সৌদি মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের অধিকার, বিশেষ করে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন পুনরায় নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।