ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপে একজোট ২০টিরও বেশি দেশ, যুক্ত হয়েছে বাংলাদেশও

rising sylhet
rising sylhet
জুলাই ১২, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- গাজায় চলমান সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক জরুরি সম্মেলনে বসছে বিশ্বের ২০টিরও বেশি দেশ। ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই সম্মেলনের আয়োজক দেশ কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। এতে কূটনৈতিক, আইনি ও অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও স্পেন, আয়ারল্যান্ড, ব্রাজিল, চীন, তুরস্ক, কাতার, ওমান, পর্তুগাল, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, হুন্ডুরাস, কিউবা, চিলি, জিবুতি, বলিভিয়া, লেবানন, উরুগুয়ে এবং ফিলিস্তিন অংশ নিচ্ছে। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো গাজায় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করে, এর বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি বলেন, “কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবহীন থাকতে পারে না। আমরা এমন পদক্ষেপ নিতে চাই যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের ধ্বংস করতে না পারে।”

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৫৭ হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ এবং ‘গণহত্যার ইঙ্গিতবাহী’ বলে অভিহিত করেছে।

সম্মেলনটির অন্যতম লক্ষ্য হচ্ছে ‘হেগ জোট’-এর কার্যক্রমকে সম্প্রসারণ করা। এই জোটটি গঠিত হয় চলতি বছরের জানুয়ারিতে এবং এর সদস্য দেশগুলো হলো—দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া ও সেনেগাল।

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির জানান, “এই বৈঠক শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয় বরং বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি।” তিনি আরও বলেন, “গণহত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, এবং এ বিষয়ে আমরা নিষ্ক্রিয় থাকতে পারি না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।