সিলেট শহরতলী এয়ারপোর্ট থানাধীন ইসলামি ব্যাংক সাহেবের বাজার এজেন্ট আউটলেট এ রাতের আঁধারে চুরি সংগঠিত হয়েছে। এ আউটলেট থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চুর চক্রটি।
জানা যায়, সোমবার দিবাগত-রাতের কোনো সময়ে এ চুরির ঘটনা ঘটে। এজেন্ট ব্যাংকের পিছনের জানালার গ্রিল কেটে অপরাধীরা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ভিতরে রক্ষিত লকার ভেঙ্গে নগদ সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যায়। চুর চক্রের সদস্যরা ব্যাংকের ভিতর তছনছ করে লকার রুমের ২ টি তালা, সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইসলামি ব্যাংক সাহেবের বাজারর এজেন্ট শাখার কর্মকর্তা জসিম উদ্দিন, রেজাউল করিম ও শাহাবুদ্দিন জানান, প্রতিদিনের মত ব্যাংকের কাজ শেষ করে সব কিছু চেকিং করে আমরা চলে যাই। রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। চক্রটি আমাদের ব্যাংকের জানালার লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। রক্ষিত লকার রুমের দরজার তালা ভেঙ্গে লকার রুমে প্রবেশ করে, লকারের ৩ টি থালা ভেঙ্গে রক্ষিত নগদ সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যায়। চুর চক্রটি সিসি ক্যামেরার হার্ডডিস্ক, দরজার ২টি তালাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এ বিষয়ে আজকে আমরা এয়ারপোর্ট থানায় অভিযোগ দাখিল করব।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান জানান, সাহেবের বাজারে ইসলামি এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার তথ্য উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।