ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিএ এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন

rising sylhet
rising sylhet
মে ২৭, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন চলছে। তা বন্ধের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলেও প্রশাসনের সহযোগিতা মিলছে না- এমন অভিযোগ স্থানীয়দের। তবে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার বলছেন, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং, বাংলা বাজার, বালির হাওরসহ বিভিন্ন নদী থেকে অবৈধপন্থায় বালু ও পাথর উত্তোলন করছে দীর্ঘদিন। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ । বালু ও পাথর বিক্রি করে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

ইজারা বহির্ভূতভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ ও বিক্রি করায় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের দেখা দিয়েছে। এতে করে আসন্ন বন্যায় নদী গর্ভে বাড়িঘর সহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে তীরবর্তী এলাকার মানুষ।

পবিবেশ বিধ্বংসী এ সকল কার্যক্রম বন্ধে কাজ করার কথা জানালো প্রশাসন। অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কার্যক্রম জোরালো করার দাবি স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।