ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিতে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেবে। সকাল সাড়ে ১০টার দিকে এ স্মারকলিপি হস্তান্তরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলগুলো এই কর্মসূচির ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা’র সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

দলগুলোর পাঁচ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারকে অবিলম্বে আদেশ জারি করতে হবে এবং নভেম্বরের মধ্যেই সেই বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে।
২. পরবর্তী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক অনুপাতভিত্তিক (PR) পদ্ধতি চালুর দাবি।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।