ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি সকলে পেলেও শাবিপ্রবির নিরাপত্তা কর্মীরা পাবেন না

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিরাপত্তাকর্মীরা। গত ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। ক্যাম্পাস ছুটির সাথে সাথে অনেকেই ক্যাম্পাস ছেড়ে নাড়ির টানে বাসায় চলে গিয়েছেন। তবে ঈদের ছুটি সকলে পেলেও নিরাপত্তা কর্মীরা পাবেন না বলে জানা গেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে। বন্ধ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিরাপত্তা কর্মীদের ছুটি দেয়া হয় না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

তবে ছুটি না পেলে তেমন আক্ষেপও নেই কয়েকজনের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বরত অন্তত ৮ জন নিরাপত্তা কর্মীর সাথে কথা বললে তারা বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আমানত। আমরা ছুটিতে চলে গেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত কিংবা চুরি হওয়ার আশঙ্কা থাকে। চাকরিতে যোগদান করার পর থেকেই আমরা পরিবারের সাথে ঈদ করতে পারি না। চাইলেও সুযোগ হয়না। তাই আমরাও এটা মেনে নিয়েছি।

তবে নিজেদের সন্তানদের সাথে ঈদ কাটাতে পারবেন না বলে মনঃকষ্টে আছেন অনেকেই। ঈদের সময় বিকল্প ব্যবস্থা করে ছুটি মঞ্জুর করার আবেদনও জানিয়েছেন কয়েকজন।

বিশ্ববিদ্যালয়ের আরেকজন নিরাপত্তা কর্মী জয়ফল হোসেন বলেন, ‘ঈদের ৫-৬ দিন আগে থেকেই আমার ৫বছরের মেয়ে ফোন দিয়ে জিগ্যেস করে বাসায় কবে যাবো। তখন মেয়েকে আশ্বাস দেই যে ঈদের আগে বাসায় যাবো। বাচ্চারা যখন ফোন দিয়ে বাসায় যাওয়ার কথা বলে তখন অনেক খারাপ লাগে।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তাকর্মী রেনু মিয়া বলেন, ‘প্রত্যেক মা-বাবায় চায় বছরের একটা দিন নিজের সন্তান, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, কিন্তু সেই সুযোগ আমাদের হয় না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা স্বার্থেই আমাদেরকে ঈদের দিনও ক্যাম্পাস অবস্থান করতে হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।