সিলেট ঈদের দিন নামতে পারে বৃষ্টি। আগামী শনিবার অথবা রবিবার (২২ অথবা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই।
গত কয়েকদিনের তীব্র গরমের পর সিলেটে আজ তাপমাত্রা কিছুটা কমেছে। কয়েকটি এলাকায় স্বস্তির বৃষ্টির দেখাও মিলেছে। তাপমাত্রা কমলেও এখনও স্বাভাবিক হয়নি আবহাওয়া। তবে আকাশে ভেসে আসছে মেঘ।
আবহাওয়া অফিস বলছে, ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে মেঘ বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। আগামী শুক্রবারের পর ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। সেই হিসেবে সিলেটে শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। মানে ঈদের দিন সিলেট নামতে পারে বৃষ্টি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সিলেটভিউকে জানান, সিলেট বিভাগের কিছুকিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আগামী রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত চলবে। সেই হিসেবে সিলেটে ঈদের দিন বৃষ্টি থাকবে।
সজিব হোসেন আরো আরো বলেন, বৃষ্টি হলেও তাপমাত্রা কমতে আরও সময় লাগবে। অর্থাৎ ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও সময় লাগতে পারে। তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমানও বাড়ছে। জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতা বাড়ছে। সেই সাথে ভ্যাপসা ভাব বেড়ে যাচ্ছে।