রাইজিংসিলেট- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। এই সময়ে সিলেটের বিভিন্ন তফসিলি ব্যাংকের কয়েকটি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্মপরিচালক (কারেন্সি) রাজেশ আচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট অঞ্চলের ১৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। একজন সর্বোচ্চ ১৮,৫০০/-মূল্যের টাকা বিনিময় করতে পারবেন।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে এসময় বাংলাদেশ ব্যাংক, সিলেট অঞ্চলের নতুন নোট বিনিময় কাউন্টার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
সিলেটে যেসব ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে: সোনালী ব্যাংকের সিলেট কর্পোরেট শাখা (জিন্দাবাজার), ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তালতলা শাখা, সাউথইস্ট ব্যাংকের উপশহর শাখা, ঢাকা ব্যাংকের লালদিঘিরপাড় শাখা, এক্সিম ব্যাংকের শাহপরাণ গেইট শাখা, এবি ব্যাংকের ভিআইপি রোড শাখা (তালতলা), ডাচ-বাংলা ব্যাংকের টুকেরবাজার শাখা, ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট শাখা (চৌহাট্টা), মার্কেন্টাইল ব্যাংকের সুবিদবাজার শাখা, বাংলাদেশ কৃষি ব্যাংকের আম্বরখানা শাখা, অগ্রনী ব্যাংকের শিবগঞ্জ শাখা, ইসলামী ব্যাংকের দক্ষিণ সুরমা শাখা, পূবালী ব্যাংকের বরইকান্দি শাখা, প্রাইম ব্যাংকের কদমতলী শাখা, ব্যাংক এশিয়ার রিকাবিবাজার শাখা।