উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ২টায় কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
গ্রেপ্তারের বিষয়ে ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, জুয়েল আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।