
চুনারুঘাঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মোশাহিদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে চুনারুঘাট পৌরশহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান- চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সে মাধবপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার আসামী। এতদিন সে পলাতক ছিল। এছাড়াও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছিলো।
মোশাহিদ চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।
ওসি বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।