• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

উপশহরস্থ মেঘা শপ ‘স্বপ্ন’-তে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩

মহানগরের শাহজালাল উপশহরস্থ মেঘা শপ ‘স্বপ্ন’-তে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করে ভোক্তাদের ঠকানোর অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে এ অর্থদণ্ড প্রদান করেন।

ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া সিলেটভিউ-কে বলেন- উপশহরের ‘স্বপ্ন’-তে ক্রয় মূল্য থেকে অতিরিক্ত বেশি দামে তরমুজ বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিলো। হাতে-নাতে এর প্রমাণ পেয়ে তাদেরকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ আরিফ মিয়া।

১২ বার পড়া হয়েছে।