রাইজিংসিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৭.৯২ শতাংশ এবং আলিমে পাসের হার ৬৫.২৮ শতাংশ। এসএসসিতে উপজেলার চারটি কলেজের ৫৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৩৫৫ জন। ফেল করেছে ১৯২ জন।
জিপিএ-৫ বিহীন এই ফলাফলে উপজেলার শীর্ষে আছে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ। পাসের হার ৮৫.১৯ শতাংশ। গত বছরও জিপিএ-৫ ও ফলাফলের শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি৷
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ জন। ফেল করেছে ২৬ জন। এতে পাশের হার ৬৫.২৮ শতাংশ।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। আগামীতে ফলাফল ভালো করতে প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
৩২৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।