ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এইচবিডব্লিউএ’র উদ্যোগে যুক্তরাজ্যে বাঙালিদের ঈদ মিলনমেলা

rising sylhet
rising sylhet
জুলাই ১০, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইচবিডব্লিউএ’র উদ্যোগে যুক্তরাজ্যে এক ঈদ মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই) মানচেষ্টার হাইড মিলেনিয়াম পার্কে অনুষ্ঠিত অনুষ্ঠানটি বাঙালির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল মেয়র অফ টেমসাইড কাউন্সিলর বিটি আফলাক, ডেপুটি মেয়র শিবলী আলম, সাবেক পৌর মেয়র টাফ শরীফ, কাউন্সিলর ফিল চ্যাডউইক, সাবেক কাউন্সিলর জ্যান জ্যাকসন, জিম ফিচপ্যাট্রিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, কমিনিউনিটি মেম্বার যুক্তরাজ্য যুবলীগ নেতা জুবের আহমেদ, হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক আলী রেজা, সাংগঠনিক সম্পাদক মো মানিক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মো আব্দুল বসর সহ স্থানীয় কমিনিটির শিক্ষানুরাগী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মিলনমেলায় বেশ কয়েকটি মেহেদী ও বাহারী খাবারের স্টল রাখা হয়। এছাড়াও মিলনমেলায় শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখা হয়। সেগুলোতে নারী ও শিশুদের ভিড় ছিলো লক্ষণীয়।

১৩৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।