ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এই মুখ আর দেখাবোনা! সাকিব আল হাসান

rising sylhet
rising sylhet
অক্টোবর ৪, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- চারদিকে গুঞ্জন! বাংলাদেশ দলের দুই তারকা ও ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব। আবার সে দ্বন্দ্বেরই জেরে নাকি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অবশ্য সেসব পুরোনো কথা।

নতুন খবর হলো বিশ্বকাপের আগেই এক হয়ে গেলেন দুই বন্ধু। বুধবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান ও তামিম ইকবালের একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় দুইজন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন। কিন্তু (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাকিব আল হাসান নিজের ভেরিফাইড পেজে একটা পোস্ট করেন, সেখানে তিনি লেখেন এই মুখ আর দেখাবোনা। #KOOL #SAH75 হঠাৎ এমন সিচুয়েশনে এই পোস্টের রহস্যজনক কারণ খুজতে সাকিবের পোস্টের কমেন্টে মানুষ হামাগুড়ি খাচ্ছেন।

যদিও আজ সাকিবদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এবারের বিশ্বকাপের পর্দা উঠবে আগামীকাল (৫ অক্টোবর) ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে

৩২৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।