ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একই দিনে দুই কিশোর-কিশোরীর আ ত্ম হ ত্যা

rising sylhet
rising sylhet
মে ২৭, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে একই দিনে গলায় ফাঁস দিয়ে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি। উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের মোঃ লিটন হাওলাদারের ছেলে মোঃ সাব্বির হাওলাদার (১৭) গত ২৬ মে সোমবার রাতে বসতঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

জানা যায় নিহতের বাবা মা ও দুই ভাই ঢাকায় থাকেন। সে একা বাড়িতে থাকতো। ২৭ মে মঙ্গলবার সকালে পাশের বাড়ীর কিশোরের চাচাতো ভাই মোবাইল সমস্যার জন্য সাব্বির হাওলাদারের নিকট যায়। এরপর সে ঘরের দরজা বন্ধ দেখতে পায় এবং অনেক ডাকাডাকির পর জানালার ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাব্বির হাওলাদারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করে।

এ খবরে আশপাশের লোকজন মিলে ঝুলন্ত লাশ উদ্ধার করে।উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া চকমান গ্রামের ওমর আলি হাওলাদারের মেয়ে জবেদা আক্তার(১৫) বসতঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে রাতে পরিবারের লোকজনকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়ে খেয়ে স্বামীর সাথে রুমে ঘুমিয়ে পড়ে। এরপর তার স্বামী ঘুম থেকে উঠে তার স্ত্রী জবেদা আক্তারকে বাসার রুমের ভিতর কাঠের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে বাসা থাকা তার খালা -খালু সহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়।

তবে পরিবারের লোকজন জানায় তার সাথে কারো কোনো মনোমালিন্য ছিলোনা। জবেদা আক্তারের তার স্বামীর সাথে ৬ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়।উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান দুজনেরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।