• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন -জিমিন

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২৬, ২০২৩

আলোচিত দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস অন্যতম সদস্য জিমিন একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন । তার প্রথম একক অ্যালবামের নাম ‘ফেইস’।বর্তমানে অ্যালবামটির কাজ চলছে।সম্প্রতি ‘সেট মি ফ্রি, পিটি.২.’ শিরোনামের একটি টিজার জিমিন প্রকাশ করেছে বলে জানিয়েছে সিএনএন।

জানা গেছে, অ্যালবামটিতে ‘লাইক ক্রেজি’, ‘ফেইস-অফ’সহ মোট ছয়টি গান রয়েছে। এর মধ্যে তিনটি গান লিখেছেন ‘বিটিএস’র দলনেতা, র‌্যাপার আরএম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে অ্যালবামের প্রচারের জন্য ‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়েছিলেন জিমিন। শুক্রবার একই শোতে ‘লাইক ক্রেজি’ গানটিও গেয়েছিলেন।

এছাড়াও শুক্রবার ‘লাইক ক্রেজি’ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশের এক দিনের মধ্যেই তা ১২ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। গানটি অন্যান্য শিল্পীদের সহযোগিতায় লেখেন জিমিন।

জিমিন ছাড়াও ব্যান্ডটির বেশ কয়েকজন সদস্যের একক অ্যালবাম রয়েছে। যার মধ্যে জেহোপের-এর ‘জ্যাক ইন দ্য বক্স’, আরএমের-এর ‘ইন্ডিগো’ এবং জিনের ‘দ্য অ্যাস্ট্রোনট’।

১৭ বার পড়া হয়েছে।