ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একটি মাত্র ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়

rising sylhet
rising sylhet
মার্চ ২৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শবে কদরের রাতে মসজিদে একটি মাত্র ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। আর একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়। অবিশ্বাস্য হলেও এমনটা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের রাতে নিলাম ডাকে স্থানীয় দুই ব্যবসায়ী লেবু ও ডিমটি কিনে নেন।

প্রথমেই ডিমটির দাম হাঁকা হয় ১০০ টাকা। পরবর্তীতে একে একে এ ডিমের দাম ওঠে ২২ হাজার টাকা। এই দামে একই ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন। এরপর অপর আরেক মুসল্লির দান করা একটি লেবু এনে নিলামে ওঠানো হয়। লেবুটি কিনে নিতে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে স্বাভাবিক পর্যায়ে দাম ডাকা হয়। পরে দেড়হাজার টাকা দাম নিলামে ওঠে। এতে লেবুটি কিনে নেন আলতাফ মিয়া নামের এক ব্যবসায়ী।

মসজিদের একাধিক মুসল্লি জানান, নিলামে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং প্রতিযোগিতা দেখা দেয়। পরে সবার শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ এ মোনাজাত পরিচালনা করেন।

মসজিদ কমিটি জানান, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পুরনে তার হাঁসের একটি ডিম নিয়ত করে মসজিদে অনুষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন। এদিন রাতে তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ডিমটির উন্মুক্ত নিলাম ডাকা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।