ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একটি রোজা, এক বছরের গুনাহ মাফ! আপনি কি জানেন আশুরার রহস্য?

rising sylhet
rising sylhet
জুলাই ৫, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- একটি রোজা, এক বছরের গুনাহ মাফ! আপনি কি জানেন আশুরার রহস্য? ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম, যার দশম দিনটি পরিচিত ‘আশুরা’ নামে। এ দিনটি ইসলামে গভীর তাৎপর্যপূর্ণ, বিশেষ করে রোজা রাখার ফজিলতের কারণে।

হিজরত করে মদিনায় আসার পর মহানবী হজরত মুহাম্মদ (সা.) লক্ষ্য করেন যে, ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। কারণ জানতে চাইলে তারা বলেন, এই দিনে আল্লাহ তাআলা মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্ত করেছিলেন, সেই কৃতজ্ঞতায় তারা রোজা রাখে। তখন রাসুল (সা.) বলেন, “মুসার (আ.) প্রতি আমাদের অধিক হক রয়েছে”—এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবিদেরও উৎসাহ দেন। (সহিহ মুসলিম)

হযরত হাফসা (রা.) বলেন, রাসুল (সা.) চারটি আমল নিয়মিত করতেন:
১) আশুরার রোজা
২) জিলহজের প্রথম দশ দিনের রোজা
৩) প্রতি মাসে তিনটি নফল রোজা
৪) ফজরের আগে দুই রাকাত সুন্নত নামাজ। (সুনানে নাসাঈ)

এক বছরের গুনাহ মাফের আশ্বাস

রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজা সম্পর্কে বলেন,
“আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ মোচন করবে।”
(সহিহ মুসলিম)

হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রমজানের পর আশুরার রোজার প্রতি রাসুল (সা.) সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। (সহিহ বুখারি)

কেন দুটি দিন রোজা? ইহুদিরা কেবল ১০ মহররম রোজা রাখত। মুসলমানরা যেন তাদের অনুসরণ না করে, সেজন্য রাসুল (সা.) আশুরার আগের বা পরের দিন মিলিয়ে দুই দিন রোজা রাখতে বলেন।

তিনি বলেন,
“আশুরার রোজা রাখো এবং এতে ইহুদিদের ভিন্নতা করো—আগে বা পরে একদিন বাড়িয়ে রোজা রাখো।”
(মুসনাদে আহমদ)

২০২৫ সালের আশুরার তারিখ ও রোজা রাখার সময়সূচি

১৪৪৭ হিজরির মহররম মাস শুরু হয়েছে ২০২৫ সালের ২৭ জুন থেকে। সেই হিসেবে ১০ মহররম অর্থাৎ আশুরা পড়েছে ৬ জুলাই (রবিবার)।
দুই দিন রোজা রাখতে চাইলে:

৫ ও ৬ জুলাই (শনিবার ও রবিবার) অথবা ৬ ও ৭ জুলাই (রবিবার ও সোমবার) রোজা রাখতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।