এক কোটি সাতাত্তর লক্ষ চব্বিশ হাজার টাকার মাল সহ চোরাকারবারী গ্রেফতার ।
আজ রোববার (২৪ মার্চ) ভোরে সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর এলাকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য এবং একটি কাভার্ড ভ্যান সহ ০১(এক) জন চোরাকারবারী গ্রেফতার করে ।
যার আনুমানিক মূল্য ১,৭৭,২৪,০০০/- (এক কোটি সাতাত্তর লক্ষ চব্বিশ হাজার) টাকা।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নগরীর শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট-তামাবিল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য সহ এক জনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত হলেন-যাশোর জেলার বাঘারপাড়া থানার শরিফুল ইসলামের ছেলে, ওশান কবির মিলন (২৫)।
গ্রেফতারকালে আসামীর কাভার্ড ভ্যান থেকে , ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস, ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার সহ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো- ন-১২-৩২৭৮) জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং- ১৯ তাং-২৪/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।