
বাইরে ব্যালট পেপার সরবরাহ করার অভিযোগে এক প্রিসাইডিং অফিসার ও এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র বলেন, প্রিসাইডিং অফিসার শাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট ইমদাদুল মিলে চেয়ারম্যান প্রার্থীর ৩০০, ভাইস চেয়ারম্যান প্রার্থীর ৩০০ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ৩০০ ব্যালট পেপার নিয়ে বাইরে আসেন এবং সিল মারেন। খবর পেয়ে ৫৯৯টি সিল মারা ব্যালট পেপার, ৯০০টি ব্যালটের মুরি এবং ৫০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির পোলিং এজেন্ট ইমদাদুল হক।