ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

rising sylhet
rising sylhet
জুলাই ২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাড়ে ৭ টাকা দামের ইনজেকশন ৩৫০ টাকা চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জান্নাত ফার্মেসিকে এ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

গত দুদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে ইনজেকশন কিনতে গেলে সাড়ে ৭ টাকার ইনজেকশন দোকানি ৩৫০ টাকা দাম চান। তখন ভোক্তা তাকে ক্রয় রসিদ দিতে বললে তিনি তা দেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা জরিমানার টাকা দিয়েছেন। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।