
মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।মুরাদ পবহাটি মণ্ডলপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরতলীর পবহাটি সিটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতকদের আটকে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, মুরাদের বাবা আফজাল হোসেনের কুলখানি নিয়ে তার চাচাতো ভাই আলম মণ্ডলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মণ্ডলের সঙ্গে একাধিকবার হাতাহাতিও হয়। শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে ছিলেন মুরাদ।
এ সময় আগের ঘটনার জেরে আলম মণ্ডলের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে করে দেশি অস্ত্রসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মুরাদের ওপর হামলা করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয়রা মুরাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।